Saturday, December 2, 2023
Home > আইটি > ২৮ নভেম্বর চালু হচ্ছে ই-পাসপোর্ট

২৮ নভেম্বর চালু হচ্ছে ই-পাসপোর্ট

এপিপি বাংলা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন  জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে। আর ই-পারপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

সম্প্রতি মন্ত্রীর ইউরোপ সফরে জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, জুলাইয়ের ১ তারিখ থেকে ই-পাসপোর্ট চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে আলোচনা হয়।

ই-পাসপোর্টের মেয়াদ ১০ বছর থাকবে উল্লেখ করে তিনি বলেন, এতে প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তারা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।

আমি মনে করি নতুন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত যোগ করেন মন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *