Wednesday, December 6, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জ-এ বিশ্ব হসপিস্ট ও প্যালিয়েটিভ কেয়ার দিবস পালিত

নারায়ণগঞ্জ-এ বিশ্ব হসপিস্ট ও প্যালিয়েটিভ কেয়ার দিবস পালিত

খাদিজা আক্তার ভাবনা :  নারায়ণগঞ্জ-এ বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস
৩১.১০.২০১৯ ইং তারিখ (বৃহস্পতিবার) ‘আলী আহমেদ চুনকা সড়ক, দেওভোগ, মমতাময়,

নারায়ণগঞ্জ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের পক্ষ হতে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেেব উপস্থিত ছিলেন ডা: মো: নূরুল ইসলাম, পরিচালক- ইসলাম হার্ট সেন্টার।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কৃষ্ণ রায় (কো-অর্ডিনেটর, মমতাময় কড়াইল)

প্যালিয়েটিভ কেয়ার সহকারি ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরো ছিল তিনটি খেলা যেখানে সবাই অংশগ্রহন করে এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

স্কুল প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে যারা অ্যাম্বাসিডর হিসাবে কাজ করেন তারা অংশগ্রহণ করেন এবং সার্টিফিকেট গ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ প্যালিয়েটিভ কেয়ারের সাথে সক্রিয়ভাবে বিভিন্ন কাজে জড়িত ১৪৬ জন রোগীর বাসায় গিয়ে রোগীর সেবা প্রদান, শয্যাশায়ী রোগীর পরিচর্যা করা, রোগী খোঁজা, শিক্ষাপ্রতিষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার ‘জানবো জানবো’ অনুষ্ঠান পরিচালনায় সহায়তা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য ।

স্বেচ্ছাসেবক অনেকে প্রোগ্রামে সফল করার জন্য বিভিন্ন কার্য সম্পদনায় করে অবধান রেখেছেন মো: আবু সায়েম, খাদিজা আক্তার ভাবনা, মনিকা আক্তার,পান্না,হুমায়ুন কবির মৃধা, তমা,মিম,সাগর,ফাহিম,আকাশ,
মুনিয়া, আরিফা, সাগর, যুবাইদা, হাসান হাফিজুর আরো অনেকেই,

আর দায়িত্বে ছিলেন, ডা. নাদিয়া ফারহিন, মো. জুলহাস উদ্দিন (প্রজেক্ট ম্যানাজার), মো: সাইফুল হক সাইফ (প্রজেক্ট কো-অর্ডিনেটর), মো: শফিকুজ্জামান সৈকত, আরিফা আনজুম, মো: কামরুল ইসলাম , মো: আনিসুর রহমান আরিফা আক্তার, বৃষ্টি রানী, লামিয়া আক্তার, লিজা আক্তার, মেহেদুল হাসান, মৌসুমি আক্তার, মুুনিয়া আক্তার, নাদিয়া সুলতানা, সুরাইয়া আহমেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *