Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবকদের সক্রিয় কার্যক্রমের মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার পৌছে যাবে সবার দারপ্রান্তে

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবকদের সক্রিয় কার্যক্রমের মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার পৌছে যাবে সবার দারপ্রান্তে

খাদিজা আক্তার ভাবনা : ৫.১১.২০১৯ইং তারিখ ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের নিয়ে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠান হয়
মমতাময় নারায়ণগঞ্জ অফিসে।
উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন Rachel Crosby (Programme Manager |Worldwide Hospice Palliative Care Alliance) এবং
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ নিজামউদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট ডাঃ রুবাইয়েত রহমান।
উক্ত আলোচনা অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার রোগীদের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া ও রোগীর ভোগান্তি লাঘব করা। এছাড়াও সেবার মান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ উন্নয়ন ও সহযোহিতা বৃদ্ধির করার বিষয়েও আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মোঃ সাইফুল হক সাইফ, প্রজেক্ট কো-অর্ডিনেটর খাদিজা আক্তার ভাবনা, হুমায়ুন কবির মৃধা, পান্না,সায়েম,ঝর্ণা,সাগর, তমা,বন্যা,ফাহিম,মাসুম বিল্লাহ প্যালেটিভ কেয়ার এর সদস্যবৃন্দ।

উক্ত আলোচনা সফল মন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন মমতাময় নারায়ণগঞ্জ প্যালিয়েটিভ কেয়ার দল।

স্বেচ্ছাসেবকদের ৩ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণের দ্বারা স্বেচ্ছাসেবকদের মাঝে সচেতনতার বৃদ্ধির মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার রোগীদের সেবার মান উন্নয়ন।

প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ প্যালিয়েটিভ কেয়ারের সাথে সক্রিয়ভাবে বিভিন্ন কাজে বিশেষ ভূমিকা রাখছেন, তন্মধ্যে রোগীর সেবা প্রদান, রোগী রেফার্ড, চ্যারেটিশপ পরিচালনা, পত্রিকায় প্রতিবেদন প্রকাশ, অনুষ্ঠান ব্যবস্থাপনা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও প্যালিয়েটিভ কেয়ার।
প্যালেটিভ কেয়ার কী ভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই সাথে সবার মতামত নিয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *