Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এপিপি বাংলা : আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়াল  ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন শেষে ইন্ডাস্ট্রিয়াল স্কুল চত্বরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের আয়োজনে কেক কাটছেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি ও যুবলীগ নেতাকর্মীরা।

জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ইফতেহার উদ্দিন স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, যুগ্ম আহবায়ক আলামিন সওদাগর সহ জেলা, উপজেলা ও পৌর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রমুখ।

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ মোনাজতের একাংশ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের, যুবলীগের প্রতিষ্ঠা সভাপতি শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনায় এবং জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *