Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ময়মনসিংহে কলেজ ছাত্রীকে অপহরণের সময় আটক ১০

ময়মনসিংহে কলেজ ছাত্রীকে অপহরণের সময় আটক ১০

মোঃ মেহেদী হাসান :  ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই কলেজছাত্রীর বাড়িতে হানা দিয়ে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। পরে তার চিৎকারে ছুটে আসে ঘেরাও করে ১০ জনকে আটক করে প্রতিবেশীরা।

এ বিষয়ে গৌরীপুর থানার এসআই মুহা. জামাল উদ্দিন জানান, অপহরণের চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করে পুলিশে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *