মাননীয়
সভানেত্রী
জননেত্রী শেখ হাসিনা ও
সাধারণ সম্পাদক
জননেতা উবায়দুল কাদের সাহেব এর-
#দৃস্টি_আকর্ষন_করছি-
আসছালামুআলাইকুম,
জননেতা উবায়দুল কাদের ভাই বলেছেন, “আওয়ামী লীগে বসন্তের কোকিল আর মৌসুমি পাখির কোন স্থান নেই ” চলে যান, আমার মৌসুমি পাখির দরকার নেই। শেখ হাসিনার বসন্তের কোকিলের দরকার নেই। ” যখন দুঃসময় আসবে তখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বসন্তের কোকিলদের খুঁজে পাওয়া যাবে না।”
বসন্তের কোকিলদের কাজই হলো, সুবিধাবাদী অবস্হানে থাকা, ক্ষমতার পাশাপাশি থাকা, তাদের স্বার্থ হাসিলের জন্য তারা পারেনা এমন কোন কাজ নেই। যে কোন সরকারের পট পরিবর্তনেই তাদের অনুপ্রবেশ নির্ধারিত, এটা নতুন কিছু নয়। এটা সুবিধাবাদী চক্রের জন্মগত অধিকার।
নিজের ক্ষমতা বৃদ্ধি ও নিজের দল ভারী করার জন্য স্হানীয় জেলা ও উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতারা এ কাজটি করে থাকেন।
অনেক এমপি, মন্ত্রী প্রভাবশালী নেতা তার পছন্দের লোককে তৃনমুলের মাঠ পর্যায়ে দায়িত্ব দিয়ে রাখেন, এ ক্ষেত্রে ঐ পছন্দের ব্যাক্তিটি তার ইচ্ছামতো তার পছন্দের লোকদের দিয়ে দল সাজান। কারন অাগামী স্হানীয় বা সংসদ নির্বাচনে নিজের খায়েশ মিটানোর জন্য।
সেক্ষেত্রে তৃনমুলের ত্যাগী ও নিবেদিত প্রান কর্মীদের কৌশলে বাদ দিয়ে দেন।
কাজেই মৌসুমি পাখিদেরকে না বলে তাদেরকে বলুন যারা আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে জলান্জলী দিয়ে দলে অনুপ্রবেশ ঘটিয়ে তৃনমুলের আসল নেতাকর্মীদের দুরে ঠেলে দিয়েছে।
যারা রাত দিন পরিশ্রম করে, আন্দোলন সংগ্রাম করে, মিছিল মিটিং এ লোক নিয়ে, মামলা হামলা খেয়ে, রাস্তাঘাটে, বাজারে, ট্রেনে বাসে তর্ক বিতর্ক করে দলকে ক্ষমতায় এনেছে, তারা আজ নি:স্ব হয়ে নিজ এলাকায় পরবাসী হয়ে সুবিধাবাদীদের সুফল ভোগ করতে প্রতিনিয়ত দেখতেছেন, তাদের কস্ট দেখার কেউ নেই।
যারা তৃনমুলের নেতাকর্মীদের ঘারে পা রেখে সিরি বেয়ে উপরতলায় উঠে, নিচতলার কর্মীদের ভুলে গিযে, মৌসুমি পাখিদের কাছে নিজেদের সমর্পণ করেছেন, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্হা নেওয়ার সুপারিশ করছি। তাদেরকে কঠোর হস্তে দমনের অনুরোধ করছি।
গোয়েন্দা তদন্তের মাধ্যমে তদন্ত করে প্রতিটি নির্বাচনী এলাকায়, মানে অভিমানে, চুপসে যাওয়া কর্মীদের জাগিয়ে তোলার ব্যবস্হা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
দেশ ও সরকার সকলেরই,
আওয়ামীলীগ কিন্তু আওয়ামীলীগের নেতা কর্মীদের’ই।
জয়বাংলা -জয়বঙ্গবন্ধু। সৈয়দ মোঃ মহসীন,
সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ
সহ সম্পাদক ব্রাম্মণবাড়ীয়া জেলা আওয়ামী যুবলীগ