খাদিজা আক্তার ভাবনা : নারায়ণগঞ্জ এ কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ব পুরুষ দিবস পালন করেছে বাংলাদেশ ম্যান্স রাইট ফাউন্ডেশন এর সদস্যবৃন্দরা,
১৯নভেম্বর “(বাংলাদেশ ম্যান্স রাইট) ফাউন্ডেশনের উদ্দোগে নারায়নগন্জ শহিদ মিনারে পুরুষ নির্যাতন আইন পাশের জন্য তাগিদ দেয়া হয়,
কারণ শুধু নারীরাই নির্যাতন হয় না, পুরুষরা ও নির্যাতিত হয়,এই বিষয় টা জরুরী মনে করেন এই ব্যাপার এ বক্তব্য রাখেন এডঃ নুরজাহান,
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শেখ খাইরুল আলম (বাংলাদেশ ম্যান্স রাইট ফাউন্ডেশনের চ্যায়ারম্যান)
উপস্থিত ছিলেন,এডঃ নুরজাহান, নীলা আহমেদ নিশি (সাংগঠনিক সম্পাদিকা বাংলাদেশ শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা )
ডলি বেগম, জাহানারা বেগম অন্যান্য সদস্যবৃন্দরা।