এপিপি বাংলা : ভারতীয় পাসপোর্ট পেতে বাঙালিদের বংশতালিকা লাগবে। পশ্চিমবঙ্গে এখন যারা নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদেরকে পিতামাতার নাগরিকত্বের প্রমাণও দিতে হচ্ছে।
হায়দ্রাবাদ শহরে বসবাসরত বাঙালিদের ক্রমেই জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) আতঙ্ক গ্রাস করছে।
অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে গোটা দেশ এখন সরব। আসামে এনআরসি বাস্তবায়নের পর বিশেষ করে বাঙালি ও উত্তর-পূর্বাঞ্চলের লোকজনের জন্য পাসপোর্টসহ সরকারি কোনো ডকুমেন্ট পাওয়া কঠিন হয়ে পড়েছে।
কেউ পাসপোর্টের জন্য আবেদন করলে সাধারণত পুলিশ নানাভাবে তার জাতীয়তা, বর্তমান ঠিকানা, তার নামে কোনো মামলা রয়েছে কিনা, ইত্যাদি যাচাই করে।
সম্প্রতি হায়দ্রাবাদে পশ্চিম বঙ্গ থেকে আসা এক ব্যক্তিকে পুলিশ তার পিতার বৈধ পরিচয়পত্র এবং কর্মসংস্থানের কোনো প্রমাণ, যেমন- পেনসন কার্ড দালিখ করতে বলে। আবেদনকারীর ধর্ম ও বর্ণের ব্যাপারেও খোঁজখবর করছে পুলিশ।
পাসপোর্ট নিয়ে এই কড়াকড়ির কথা হায়দ্রাবাদ পুলিশের বিশেষ শাখার পি রবিকিরণও স্বীকার করেছেন। একই সঙ্গে সন্দেহ হলে ব্যক্তির বংশ তালিকাও দেখা হচ্ছে বলে জানান তিনি।