Wednesday, December 6, 2023
Home > জাতীয় সংবাদ > খোকনের পর হাফিজ গ্রেপ্তার

খোকনের পর হাফিজ গ্রেপ্তার

এপিপি বাংলা : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরের দিকে হাইকোর্টের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালের দিকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দলটির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে।
রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। হাইকোর্টের সামনে গত মঙ্গলবার গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ওইদিন রাতে ২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আটকের পর মেজর হাফিজকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *