জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বেঞ্চ, টিফিনবক্স ও গাছের চারা বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়েছে।
এনায়েত নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশ্রাফ উদ্দিন।
এছাড়াও এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।