এপিপি বাংলা : ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে দেয়া আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাত জাহান রাফির পরিবার।
নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান গণমাধ্যমকে বলেন, আমরা ওসি মোয়াজ্জেমের এমন রায়ে সন্তোষ প্রকাশ করছি। ওসি মোয়াজ্জেম যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করত তাহলে আমার বোনকে মরতে হতো না।
তিনি বলেন, আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদের এসব বিষয়ে দেখভাল করেছেন। ধন্যবাদ জানাই আইনমন্ত্রী আনিসুল হক, বিচার বিভাগ, ব্যারিস্টার সাইদুল হক সুমন, পুলিশ প্রশাসন ও মিডিয়াকর্মীদের। এছাড়াও যারা নিঃস্বার্থে আমার বোন নুসরাতের ন্যায় বিচার পাওয়ার জন্য কাজ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
নুসরাতের মা শিরিন আক্তার বলেন, আমি এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। রায়ের মধ্য দিয়ে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে পুলিশ প্রশাসনের বাড়িত নজরদারি রাখার জন্য আহ্বান করছি।