Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > হিউম্যানরিসোর্স এণ্ড হেল্থ ফাউন্ডেশন এর উদ্যোগে কাজী নজরুলইসলাম স্মরণেআলোচনা সভা অনুষ্ঠিত।

হিউম্যানরিসোর্স এণ্ড হেল্থ ফাউন্ডেশন এর উদ্যোগে কাজী নজরুলইসলাম স্মরণেআলোচনা সভা অনুষ্ঠিত।

খাদিজা আক্তার ভাবনা : হিউম্যান রিসোর্স এণ্ড হেল্থ ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজ পরিবর্তনে জাতীয় কবি কাজীনজরুল ইসলাম এর ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো ২৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ০৪:০০ ঘটিকায় ঢাকাস্থ শাহবাগের গণগ্রন্থাগার ভিআইপি সেমিনার হল রুমে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য – অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান,বিশেষঅতিথি হিসাবেউপস্থিত ছিলেন, কবি প্রাবন্ধিক ও নজরুল গবেষক- সিরাজুলকরিম,এইচ এম সিরাজী, বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবি লীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি- আলহাজ্ব মোঃচাঁনমিয়া,বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট- রণজিৎ মোদক। আলোচনা সভার সভাপতিত্ব করেন হিউম্যানরিসোর্স এণ্ড হেল্থ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় চেয়ারম্যান- মোঃশাহজাহান।সার্বিকতত্ত্বাবধানে ছিলেন,নাঃগঞ্জ জেলার চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম আরজু,সঞ্চলনায় ছিলেন,সাংবাদিক মোঃ শাহাদাৎ হোসেনভূঁইয়া ও মোখেসুর রহমান তোতা।কবি নজরুল কে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন,মাকসুদা ইয়াসমিন, কাজী আনিছুল হক হীরা, হুমায়ন কবির সহ অনেকেই।
আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনীর বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তরা।
আলোচনা সভায় অনেক গুণীজন ও শ্রদ্ধাভাজন ব্যক্তিগন উপস্হিত ছিলেন, সংগঠনের সদস্য জাকির হোসেন,বাবু,জুয়েল,স্বর্ণলসহ অনেকেই উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *