এপিপি বাংলা : রাজধানীর কাওরান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তেজগাঁও থানার ওসি শামিম আর রশিদ তালুকদার জানান, পণ্যবাহী ট্রাকটি শনিবার দিবাগত রাতে কাওরান বাজার রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় রেললাইনে উঠলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন বলে জানান ওসি।