মোঃ শামসুদ্দিন জুয়েল : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজেদা বেগম।
রোববার সকালে রেলস্টেশনের প্লাটফরমে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগম নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে নামজুল হোসাইন জানান, সকালে ঢাকাগামী তিতাস ট্রেনে উঠতে রেললাইন অতিক্রম করার সময় সঙ্গে থাকা নাতনি ১নং প্লাটফরম থেকে ২নং প্লাটফরমে যেতে দৌড় দিলে দাদি নাতনিকে বাঁচাতে যায়।
এ সময় অপর একটি লাইন দিয়ে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির নিচে পড়ে যায় সাজেদা বেগম। এতে ট্রেনটির নিচে পড়ে মুহূর্তের মধ্যেই সাজেদা বেগমের দেহটি কয়েক টুকরো হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ওমি শ্যামল কান্তি দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে।
নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন দাদি
