জাহাঙ্গীর হোসেনঃ “পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করি, কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এবারের প্রতিপাদ্যের উপর মূল্যবান বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বসির উদ্দিন।