জাহাঙ্গীর হোসেনঃ “পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করি, কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান শেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোস প্রকাশ করেন ও সেবার মান আরো উন্নত করার পরামর্শ দেন।
এ সময় তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কম্পাউন্ডে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ বসির উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক (সিসি) মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়,
সদর উপজলা পরিবার পরিকল্পনার সহকারি কর্মকর্তা সদান্দ রায় ও মেডিকেল অফিসার ডাঃ সেলিমা বেগম প্রমূখ।