Wednesday, November 29, 2023
Home > খেলাধূলা > বিপিএলের জমকালো উদ্বোধনে আকর্ষণীয় যত আয়োজন

বিপিএলের জমকালো উদ্বোধনে আকর্ষণীয় যত আয়োজন

এপিপি বাংলা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমকালো উদ্বোধন রোববার বিকালে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড সুপারস্টারসালমান খান ও ক্যাটরিনা কাইফ। এ ছাড়া সনু নিগম, জেমস, চিরকুট, মমতাজ মিরপুরের মঞ্চ মাতাবেন।
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য টিকিটের সংখ্যা সীমিত। উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল উদ্বোধনী অনুষ্ঠানের সূচি নিয়ে জানান, দুপুর আড়াইটায় স্টেডিয়ামের ফটক খুলে দেয়া হবে। টিকিট প্রদর্শন করে দর্শকরা তখন থেকেই মাঠে প্রবেশ শুরু করতে পারবেন। তবে সাড়ে পাঁচটায় স্টেডিয়ামের ঢোকার সুযোগ বন্ধ হয়ে যাবে।
শেখ সোহেল আরও জানান, বিকাল পাঁচটায় বাংলাদেশি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু করব। সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশের জেমস সঙ্গীত পরিবেশন করবেন। সাড়ে ছয়টায় আসবেন মমতাজ আপা। সঙ্গীতশিল্পী সনু নিগম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটি বাংলা গান গেয়ে তার পরিবেশনা শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *