Thursday, December 7, 2023
Home > খেলাধূলা > সানিয়ার বোন ও আজহারের ছেলের বিয়ে

সানিয়ার বোন ও আজহারের ছেলের বিয়ে

এপিপি বাংলা : সানিয়া মির্জার পরিবারে আবার মিলে যেতে হয়েছে টেনিস ও ক্রিকেট। যা খবর, সানিয়ার বোন আনাম মির্জা ও মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিন বিয়ে করতে চলেছেন। গত অক্টোবরে সানিয়া মির্জা নিজেই বোনের বিয়ের খবর প্রকাশ করেছিলেন। আনাম একজন ফ্যাশন ডিজাইনার। ডিসেম্বরেই তাদের বিয়ে। অনুষ্ঠানের আগে বিয়ে বাড়িতে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। রোববার হল আনামের প্রি-ওয়েডিং পার্টি। আনাম নিজের ইনস্টাগ্রামে প্রচুর ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন আনাম। পরেছিলেন পিংক রঙা স্কার্ট ও সাদা টি-শার্ট। ছবিতে লাল লং গাউনে নজর কেড়েছেন বড় বোন সানিয়াও।
আনাম ও আসাদ, ডেট করছেন বলে বহু দিন ধরেই। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউই কখনও মুখ খোলেননি। তাহলে কেন হঠাৎ বিয়ে নিয়ে জল্পনা? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন আনাম। যেখানে তিনি বসেছিলেন, তার পেছনে কাচের জানালায় লেখা রয়েছে, ‘ব্রাইড টু বি’। এই ছবি থেকেই বিয়ের জল্পনার জন্ম।
এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় আসাদ ও আনামের অনেক ছবি দেখা গেছে। বিভিন্ন সময় আনম ইনস্টাগ্রামে আসাদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। এ সব দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন সবাই। ২০১৬ সালে প্রথম বিয়ে হয় আনামের। দু’বছর পর সে বিয়ে ভেঙে যায়। আজহার-পুত্র ক্রিকেটার হলেও তেমন নাম করতে পারেননি। খেলেছেন মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *