Friday, December 1, 2023
Home > জাতীয় সংবাদ > কাল রাজাকারদের তালিকা প্রকাশ করবে সরকার

কাল রাজাকারদের তালিকা প্রকাশ করবে সরকার

এপিপি বাংলা : বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী রাজাকারদের তালিকার প্রথম পর্ব রোববার (১৫ ডিসেম্বর) প্রকাশ করবে সরকার।

শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, রোববার বেলা সাড়ে ১১টায় পরিবহন পুল ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এর আগে গত ১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজাকারদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৈঠক সূত্রে জানা যায়, রাজাকার, আলবদর ও আল শামসদের তালিকা প্রণয়নের কাজ অব্যাহত রয়েছে। এরইমধ্যে যেসব জেলার রাজাকারদের তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এসেছে সেগুলোই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রকাশ করা হবে।

তবে এখন জানা গেল বিজয় দিবসের আগের দিনই রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *