বিজয়নগর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে পার্থ সারথি ভক্তি সভার উদ্যোগে দেশ ও জাতির কল্যাণে বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে ডাঃ সুনিল আচার্য্যের বাড়িতে অবস্থিত রাধামাধব মন্দির ৫দিন ব্যাপী অনুষ্টিত হয়। শ্রীশ্রী গীতাযজ্ঞ ও ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন। ১৪ই ডিসেম্বর, রোজ শনিবার গীতাযজ্ঞ, ভাগবত ও ধর্মীয় আলোচনা, ১৫ই ডিসেম্বর রোজ রবিবার ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, ১৬ই ডিসেম্বর রোজ সোমবার হতে ১৮ই ডিসেম্বর রোজ বুধবার পর্যন্ত হরিনাম সংকীর্ত্তন হয়। ১৮ই ডিসেম্বর হরিলুটের মাধ্যমে হরিনাম সংকীর্ত্তনের শুভ সমাপ্তি ঘটবে।
উক্ত অনুষ্টানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি মোঃ সারোয়ার রহমান ভুইয়া,হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর মাস্টার,হরষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খাঁন,হরষপুর ইয়ংস্টার ক্লাব সাধারণ সম্পাদক ও হরষপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব নুর আলম,সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সৌরভ” এর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্টি সাংবাদিক ও সংগঠক এস এম কামরুল হাসান শান্ত, নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নান্টু কর্মকার,হরষপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও এক সময়ের সাড়াজাগানো ইউ/পি চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়ালী উল্লাহ খাঁন,ওয়ার্ড মেম্বার মোঃ মাহফুজ মিয়া,মেম্বার পদপ্রার্থী মোঃ আমির হোসেন,সিনিয়র শিক্ষক পরিমল দাস,সত্য রঞ্জন ভট্টাচার্য্য প্রমুখ।
আয়োজক কমিটির সভাপতি ডাঃ সুনিল আচার্য্য ও সাধারণ সম্পাদক পলাশ দাস অর্থ দিয়ে,শ্রম দিয়ে,মেধা দিয়ে ও উপস্থিত হয়ে অনুষ্টান সফল করার জন্য সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।