Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয় দিবসে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

খাদিজা আক্তার ভাবনা : নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি রতন কুমার দাস ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন এর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, নেতাকর্মীরা ।

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রতন কুমার দাস বলেন আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা,

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীদের যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নরনারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *