এপিপি বাংলা : আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্রের ৫টি সংশোধনী আনা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে এসব সংশোধনী সর্বসম্মতিক্রমে পাস হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গঠনতন্ত্রের এ সংশোধনী কাউন্সিলরদের সামনে উত্থাপন করেন।
১. কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকের পদ বিলুপ্ত করা হয়েছে। এর বদলে বিষয়ভিত্তিক উপ-কমিটি যুক্ত হয়েছে গঠনতন্ত্রে।
২. আওয়ামী লীগ আইনজীবী ফোরামকে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ফোরাম’ করা হয়েছে।
৩. উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়িয়ে ৫১ করা হয়েছে।
৪. আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদকে একীভূত করে নতুন নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
৫. বিগত কমিটিতে ছিল ৫০ হাজার টাকা খরচ করলে দলের জাতীয় কমিটির অনুমোদন লাগবে। তা সংশোধন করে এবার ১ লাখ টাকা করা হয়েছে। এখন থেকে ১ লাখ টাকার উপরে খরচ করলে অনুমোদন নিতে হবে।