বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষাসৈনিক মরহুম অ্যাডভোকেট আবদুস সামাদের স্ত্রী সৈয়দা রহিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
গতকাল শুক্রবার পুরাতন জেল রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সৈয়দা রহিমা বেগম তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। ছেলেদের মধ্যে একজন হলেন মৃত মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন কোহিনূর (ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় শহীদ)। অপর দুই ছেলের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী ও ভাষা আন্দোলন গবেষক ওবায়েদুল্লাহ মামুন এবং অপরজন হলেন জেলা যুবলীগের সহ-সভাপতি এহসান উল্লাহ মাসুদ।
আজ মরহুমার নামাজে জানাজা শেষে নিজস্ব পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।