Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > এক্তারপুর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এক্তারপুর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এপিপি বাংলা : গরীব অসহায়দের শীতের কস্ট দূর করতে ৩য় বারের মত বিজয়নগর উপজেলাার এক্তারপুর যুব উন্নয়ন সংঘ গত ১০জানুয়ারিতে এক্তারপুর গ্রামে শীতার্ত মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণ করেছে গ্রামের গরীব অসহায়দের মাঝে।এক্তারপুর যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা জনাব তারিকুর রশিদ ভূঁইয়া চন্দন বলেন,আমাদের সংগঠনের লক্ষ্যই হচ্ছে মানব সেবা।সমাজের সহায়তা পেলে আমরা এগিয়ে যাব।

অত্র সংগঠনের সভাপতি এআরবি আমান বলেন,”আমরা গরীর অসহায়দেরকে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা সকল ভাল কাজের মাধ্যমে সমাজের সেবা করে যেতে চাই। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আরো বেশি করে সমাজের সেবা করে যেতে পারব। “সংগঠনের প্রবাসী সম্পাদক জসিম ভূঁইয়া বলেন,”সংগঠনের সেবামূলক কাজে আমি সবসময় সহায়তা দিয়ে যাব। কম্বল বিতরণে অংশ নেয়,সংগঠনের সাধারণ সম্পাদক জন্টু দেবনাথ,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক,জনাব মোসাব্বীর ভূঁইয়া,সদস্য নাদিম ভূঁইয়া,আল আমিন,রিপন,মাসুম আহমেদ প্রমুখ ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *