Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জের মেয়েরা বাসায় বসে সব সময় কাজের সুযোগ পাবে

নারায়ণগঞ্জের মেয়েরা বাসায় বসে সব সময় কাজের সুযোগ পাবে

খাদিজা আক্তার ভাবনা : নারায়ণগঞ্জ এর মেয়ে মেঘলা বারিশ, সকল পেশার মেয়েদের সাথে নিয়ে ভালো কিছু করার চেষ্টায় মেয়েদের জন্য (Girl’s Squad Of Narayanganj)  গ্রুপ করেছেে।মেঘলা বারিশ জানায় এই বার আমাদের গ্রুপে নিউ নাম চেঞ্জ করিয়েছি।

ইনশাআল্লাহ এখন থেকে এই নামে এই গ্রুপ থেকে সকল মেম্বারদের সুবিধা থাকবে,

এই গ্রুপ এর মেইন মেঘলা বারিশ বলেন আমাদের আগের নাম চেঞ্জ করা হয়েছে। Narayanganj Girls power দিয়ে নাম অনেক গ্রুপ ওপেন আছে। আমরা চাই সবার থেকে একটু ডিফারেন্ট থাকতে।

( Girl’s Squad Of Narayanganj) দিয়ে হবে গরিবের পাশে দাড়ানো সমস্যা সমাধান করতে।

মেঘলা বারিশ জানায় গ্রুপ খোলার উদ্দেশ্য কি? আমাদের সমাজে এমন অনেক মেয়েরা আছে যারা বাহিরে কাজ করতে পারে না। অনেকের পরিবার, হাসবেন্ড পছন্দ করে না।তাই মেয়েদের উদ্দেশ্য গ্রুপটা খোলা হয়। যাতে তারা সংসারের পাশাপাশি ঘরে বসে অনলাইনের বিজনেস এর মাধ্যমে কিছু আয় করতে পারে আর গালস গ্রুপে মাধ্যমে আমরা বছরে সবাই একত্রিত হওয়ার জন্য এই আয়োজন করা হয়।

সবার সাথে পরিচিতি হওয়া যায় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এক সাথে মিলে আমরা পুরো অনুষ্ঠানটা আনন্দ উপভোগ করে শেষ করতে পারি আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোট করবেন।

মেঘলা বারিশ বলেন আপনাদের সাপোট ছাড়া কোন কিছুই সম্পুর্ন করা সম্ভব না
ধন্যবাদ সবাইকে আমার গ্রুপের মেম্বারদের জন্য কিছু সুবিধা আছে যেমন পালার,শপিংমল,চিকিৎসা সেবা ইত্যাদি তাদের জন্য ডিস্কাউন্ট আছে ইনশাআল্লাহ সকলের দোয়ায় এগিয়ে যেতে চাই আমরা মেয়েরা,

মেঘলা বারিশ আরো বলেন আমি সব সময়েই চাই সকলে মিলে সফল করতে, কোনো কাজ একার পক্ষে সম্ভব না,, তাই সকলের দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *