এপিপি বাংলা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ১৪তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতিমধ্যে নাটোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এ ব্যাপারে পোস্টারিং ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে।
ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, প্রথম দিন সকাল ৯টায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। এরপর ঢাকার মাওলানা মাহমুদুল হাসান শাহীন প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন।
দ্বিতীয় দিন পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী এবং শেষ দিন নাটোরের মাওলানা রুহুল আমিন জিহাদী প্রধান আলোচক হিসেবে ইজতেমায় আগত নারীদের উদ্দেশে বয়ান করবেন।
এছাড়া ৩ দিনই তাদের পাশাপাশি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার বক্তারা আলোচনা করবেন। শেষ দিন বিকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।
বড়াইগ্রামে মহিলা বিশ্ব ইজতেমা ২৬ জানুয়ারি
