বিজয়নগর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রের ১০ অনুচ্ছেদের ৫ এর ধারা মোতাবেক বিজয়নগর উপজেলা ফুটবল এসোসিয়েশনের কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। উক্ত কমিটিতে বুধন্তী ইউনিয়নের কৃতিসন্তান, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের নব ঘোষিত কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেনকে বিজয়নগর উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনোনীত করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট ইউসুফ কবির ফারুক ও বিজয়নগর উপজেলার সভাপতি মোঃ ফখরিয়াসহ জেলা ও উপজেলা এসোসিয়েশন এর সকল নেতৃত্বকে মোঃ মোবারক হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি নতুন নেতৃত্বের প্রতি শুভ কামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন নতুন নেতৃত্বের মাধ্যম বিজয়নগর ফুটবলের গণজাগরণ সৃষ্টি করতে সক্ষম হবে ও নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে জেলা সহ দেশব্যাপী বিজয়নগর ফুটবলের মাধ্যমে নতুন ভাবে বিজয়নগর কে পরিচয় করাবে।সে আরো বলেন তার পক্ষ থেকে নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন, সহযোগিতাসহ সব সময় পাশে থাকবেন বলেও জানান।