বিজয়নগর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রের ১০ অনুচ্ছেদের ৫ এর ধারা মোতাবেক বিজয়নগর উপজেলা ফুটবল এসোসিয়েশনের কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। উক্ত কমিটিতে “সৌরভ” ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ক্লাব হরষপুর ইয়ংস্টার ক্লাব এর সভাপতি রেদওয়ানুল বারী সিরাজী কে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট ইউসুফ কবির ফারুক ও বিজয়নগর উপজেলার সভাপতি মোঃ ফখরিয়াসহ জেলা ও উপজেলা এসোসিয়েশন এর সকল নেতৃত্ব কে হরষপুর ইয়ংস্টার ক্লাব এর সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর আলম ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এবং কৃৃৃৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি নতুন নেতৃত্বের প্রতি শুভ কামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন নতুন নেতৃত্বের মাধ্যম বিজয়নগর ফুটবলের গণজাগরণ সৃষ্টি হবে ও নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে জেলা সহ দেশব্যাপী বিজয়নগর ফুটবলের মাধ্যমে নতুন ভাবে বিজয়নগর কে পরিচয় করাবে।হরষপুর ইয়ংস্টার ক্লাব নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন সহ পাশে থাকবেন বলেও জানান।