Tuesday, December 5, 2023
Home > জাতীয় সংবাদ > সীমান্ত হত্যা বন্ধে জোরালো উদ্যোগ নিতে হবে —- জেএসডি

সীমান্ত হত্যা বন্ধে জোরালো উদ্যোগ নিতে হবে —- জেএসডি

 

গত কয়েক দিনে লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে ভারতীয় বিএস এফ এর গুলিতে ৬ জন বাংলাদেশী নিহত হওয়া এবং সরকারের নির্লিপ্ততায় গভীর উদ্বেগ জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সীমান্তে বাংলাদেশীদের হত্যা কোনক্রমেই গ্রহনযোগ্য নয়। সীমান্তে হত্যা সরকার ঘোষিত দুই দেশের সম্পর্কের রক্তের রাখিবন্ধন এর প্রতিফলন নয়। কেউ ভুল বশতঃ ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বা প্রবেশের চেষ্টা করলে নিরস্ত্র নাগরিককে গ্রেপ্তার না করে গুলি বর্ষণে হত্যা করার রেওয়াজ অবশ্যই বন্ধ হওয়া উচিৎ। সম্পর্কের উচ্চমাত্রার কারণে যেখানে সীমান্ত হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনার কথা সেখানে প্রতিনিয়ত বাংলাদেশীর রক্ত ঝরছে, তা সুসম্পর্কের বহিঃপ্রকাশ নয়। প্রতিনিয়ত হত্যা এবং সীমান্তে বাংলাদেশীদের লাশ পড়ে থাকা স্বাধীন দেশের জন্য খুবই অমর্যাদাকর। এ সকল হত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে দ্রুত জোরালো উদ্যোগ নিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *