Wednesday, December 6, 2023
Home > জাতীয় সংবাদ > ঢাকা উত্তর সিটির আতিক, তাবিথ এর নির্বাচনীয় ইশতেহার ঘোষনা

ঢাকা উত্তর সিটির আতিক, তাবিথ এর নির্বাচনীয় ইশতেহার ঘোষনা

এপিপি বাংলা : সুস্থ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রবিবার নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি এ প্রতিশ্রুতি দেন। এতে মশা নিধনকে সর্বাগ্রে স্থান দেয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, আমাদের এই নগরী কোটি মানুষের আশ্রয়স্থল। এই শহরের মানুষের সুস্থ্যতা নির্ভর করে শহরের সুস্থ্যতার ওপরে। একটি সুস্থ্য ঢাকা নিশ্চিত করতে হলে অতি দ্রুত কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা জরুরি, যা বাস্তবায়িত হলে ঢাকাবাসী আবারও গর্বের সঙ্গে বলতে পারবে ঢাকা পৃথিবীর অন্যতম সুস্থ্য শহর।
আতিকুল বলেন, উন্নত বিশ্বের মতো আইভিএম পদ্ধতিতে ডিএনসিসি, ডিএসসিসি, ওয়াসা, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাশ্ববর্তী সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সঙ্গে নিয়ে বছরব্যাপী মশা নিধন কার্যকম বাস্তবায়ন করা হবে। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় আমিনবাজারে আরআরএফ স্থাপনের মাধ্যমে পকিল্পিতভাবে বর্জ্য অপসারণ ও জ্বালানি শক্তিতে রূপান্তর করা হবে।
এছড়া বস্তিবাসীদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চতকরণ, প্রতিটি এলাকার জলাশয় দখলমুক্ত করে নাগরিকদের কাছে ফিরিয়ে দেয়া, বিশেষভাবে সক্ষম এবং নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ, হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ নানান বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয় নির্বাচনী এই ইশতেহারে।

অপর দিকে আজ মশা নিধন ও পরিছন্ন ঢাকা গড়ার অঙ্গীকারসহ ১৯ দফা ইশতেহার দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ সোমবার গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে ইশতেহার ঘোষণা করেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, নগর প্রশাসন করে নাগরিক সেবা ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরন করা হবে। নগর সরকার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ‌তিনি বলেন, ঢাকা সিটিতে মশার উপদ্রপ একটি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধনে ব্যর্থ হয়েছে। আমর নির্বাচিত হলে বছরব্যাপী মশা নিধনে কার্যত্রম গ্রহন করবো। যানজট নিরসনে কাজ করবো। বায়ু দূষন রোধে কার্যকর উদ্যোগ নিবো।
বিরোধী দলে থেকে ইশতেহার বাস্তবায়ন করেত পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ পাশে থাকলে আমার দেওয়া ইশতেহার বাস্তবায়ন করতে পারবো। ইশতিহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো.শাহজাহান, প্রার্থীর বাবা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *