জাহাঙ্গীর হোসেনঃ ভ্যালেন্টাইন্স ডে নিয়ে গান লিখলেন মননশীল গীতিকবি রফিক সুলায়মান। “ভালোবাসা মানে” শিরোনামের গানটি কুড়ি পঙক্তির একটি দীর্ঘ গান। সুর, সঙ্গীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন তমাল হাসান।
এর আগে রফিক সুলায়মান সুফি ফোক ধারার বেশ কিছু গান রচনার পাশাপাশি বিভিন্ন ইস্যুভিত্তিক গান লিখেছেন। প্রতিমা ভাঙচুর, ধর্ষণ বিরোধী এবং সুরের আকাল নিয়ে গান রচনার পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন ‘শতাব্দীর মহানায়ক’ গান। জনপ্রিয় শিল্পী পারভীন সুলতানার কণ্ঠে এই গান বিপুল জনপ্রিয়তা লাভ করে।
ভালোবাসা মানে গানটিও শ্রোতাপ্রিয় হবে বলে সকলের প্রত্যাশা।