এপিপি বাংলা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম আতিক এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে গণভবনে যান দুজন। গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
সেই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন আতিকুল। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই মেয়র প্রার্থী।
এর আগে দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ভোট দিয়েছেন ভোটাররা। দুই সিটিতেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণে এবার ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। ভোট পড়ে ২৯ শতাংশ। আর ঢাকা উত্তরে মোট ভোটার ছিলেন ৩০ লাখ ১০ হাজার ২৭ এবং ভোট পড়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ।