Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > ঢাকা-১০ আসনে পোস্টার মাইকিংয়ের বিকল্প চায় ইসি

ঢাকা-১০ আসনে পোস্টার মাইকিংয়ের বিকল্প চায় ইসি

এপিপি বাংলা : ঢাকা-১০ সংসদীয় আসনে পোস্টার-মাইকিংয়ের মতো প্রচলিত নির্বাচনী প্রচার পদ্ধতি চায় না নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ২১ মার্চ অনুষ্ঠিতব্য ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের সঙ্গে বসবে ইসি।
বৃহস্পতিবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
ইসির সচিব বলেন, নির্বাচনের আচরণবিধি এই মূহূর্তে পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য আমরা শুধু ঢাকা-১০ আসনের প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। বিধিমালার মধ্যে থেকে পরিবেশ ক্ষতিকারক পোস্টার ও মাইকিংয়ের বিকল্প নির্বাচনে ব্যবহার করা যায় কিনা- তা নিয়ে সিদ্ধান্ত হবে। এতে অবশ্যই প্রার্থীদের মতামত নেয়া হবে, যা হবে সমঝোতার ভিত্তিতে হবে।
তিনি বলেন, পোস্টার-মাইকিং বাদ দিয়ে পথসভা, টিভি বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন করে নির্বাচনী প্রচার করার আইডিয়া কমিশন প্রার্থীদের দেবে, পাশাপাশি প্রার্থীদের কোনো আইডিয়া থাকলে কমিশন তা গ্রহণ করবে বলে জানান ইসি সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *