এপিপি বাংলা : চাঁদপুরে কচুয়া উপজেলায় শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার শুয়ারোল পুকুরে এ ঘটনা ঘটে। এতে ওই পুকুরের রেণু ও কাপজাতীয় মাছ নষ্ট হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করছেন।
মৎস্য ব্যবসায়ী মো. নবীর হোসেন ও কবির হোসেন জানান, আড়াই বছরের চুক্তিতে একই গ্রামে একটি পুকুর সনমেয়াদে ভাড়া নিয়ে তিন মাস আগে বিভিন্ন প্রজাতির মাছের রেণু চাষ করি। কিন্তু রোববার কে বা কারা আমাদের ক্ষতি করার লক্ষ্যে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।
চাঁদপুরে পুকুরে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধন
