এপিপি বাংলা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের তারকা ক্রিকেটার আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমরা অনেক ভালো মানের ক্রিকেটার। তাদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ পরিকল্পনা রয়েছে। বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, এই দল থেকেই কিছু খেলোয়াড় নজরে পড়েছে যাদের কৌশল ভালো। আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ওরা যথেষ্ট উচ্চচমানের। ওদের নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে।
তিনি আরও বলেন, বিশ্বকাপ সব সময়ই অন্যরকম। সেটা অনূর্ধ্ব-১৯ হোক আর যে দলই হোক না কেন। আকবররা বিশ্বকাপ আনতে পেরেছে। এটা অনেক বড় গৌরবের ব্যাপার। আজ এ ছেলেরা এনেছে আগামীতে এদের দেখাদেখি অন্যরা আনবে।
প্রধান নির্বাচক আরও বলেন, আমরা নির্বাচক প্যানেলে এরই মধ্যে একটি প্রস্তাব দিয়েছি, অনূর্ধ্ব-২৩ দলের যে বিসিএল হয় এটারই আঙ্গিকে ওদের জন্য চারদিনের ম্যাচ আয়োজন করা উচিত। যাতে ওদের পরিচর্যাটা ভালো হয়। লাল বলে যদি ওদের প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তারা আমাদের ক্রিকেটে প্রতিষ্ঠিত হবে।
বিশ্বকাপজয়ী যুবাদের নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে: নান্নু
