Tuesday, December 5, 2023
Home > বিশেষ সংবাদ > মালয়েশিয়ায় শিক্ষক নেতা মোঃ শাহজাহান আলম সাজু কে সংবর্ধনা

মালয়েশিয়ায় শিক্ষক নেতা মোঃ শাহজাহান আলম সাজু কে সংবর্ধনা

 

প্রকৌশলী মোঃ রাহাদ উজ্জামান, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয় এর সদস্য সচিব মোঃ শাহজাহান আলম সাজু কে সংবর্ধনা।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্ট এর সচিব এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এবং তিনি মালয়েশিয়া আগমন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রাহাদ উজ্জামানের সঞ্চালনায় , মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি অধ্যক্খ মোঃ শাহাজাহান আলম সাজু, বিশেষ অতিথি শ্রীপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্খ মোঃ মোকসেদূর রহমান, মহানগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম রহমান, এসোসিয়েশনের
উপদেষ্টা, জাকিরুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি সাঈদ সরকার, সহ-সভাপতি কবি আলমগীর হোসেন, আশফাকুল ইসলাম সোহেল, রিপন মিয়া, বাচ্চু মিয়া, বিশিষ্ট গায়ক সজিবুল ইসলাম, মাসিক মানবজীবনের সম্পাদক ইমদাদুল হক তায়েব সহ আর ও অনেকে।

শিক্ষা সচিব শাহজাহান আলম সাজু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্তমান শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সারাদেশে শিক্ষার হার আগের চেয়ে অনেক বেড়েছে, এক্ষেত্রে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এর কৃতি সন্তান অধ্যক্ষ শাহজাহান আলম সাজু কে প্রবাসীরা বিশেষ সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অর্থ বিষয়ক সম্পাদক দৌলত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সদস্য ফরহাদ হোসেন, সালাম মিয়া সহ আরও অনেকে।
সভা শেষে উনার সম্মানে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *