Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > রূপগঞ্জে তারাবো বিশ্বরোড মাদ্রাসায় সা’দ পন্থিদের হামলায় প্রায় ১৮ জন ছাত্র আহত

রূপগঞ্জে তারাবো বিশ্বরোড মাদ্রাসায় সা’দ পন্থিদের হামলায় প্রায় ১৮ জন ছাত্র আহত

কে এম দেলোয়ার আল হুসাইন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিয়া ক্কওমিয়া আরাবিয়্যা তারাব বিশ্ব রোড মাদ্রাসায় সা’দ পন্থিরা হামলা চালায় সে হামলায় অন্তত ১৮ জন ছাত্র আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় উলামায়ে কেরাম বিশ্বরোড জামে মসজিদে তাবলিগ জামাত নিয়ে আলোচনা করছিলেন। রাত সাত টার দিকে স্থানীয় সা’দ পক্ষের সদস্যরা এসে তাদের আলোচনায় বাধা দেন। এতে দুই পক্ষে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তাদের তর্কবিতর্ক ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সা’দ পক্ষের সদস্যরা ইট-পাটকেল নিক্ষেপ করে বিশ্বরোড মাদ্রাসা ও মসজিদে ভাঙচুর চালায় এমন কি তারা মাদ্রাসা প্রাচীর ভেংগে মাদ্রাসা ভবনের নীচ তলা ২য় তলা ও ৩য় তলায় ইট পাটকেল ছুড়ে মারে।

এ ঘটনায় সাদ পক্ষের মহিউদ্দিন, ওমর ফারুক, শাহীন মিয়া এবং মাদ্রাসার ছাত্র মোশারফ হোসেন, নূরে আলম, তারেক মিয়া, আল-আমিন, আব্দুল আওয়াল, আবু ইউসুফ, আজিম উদ্দিন, সোলেইমান, আল-আমিন-২, ইব্রাহিম, তারেক, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, মাসুদ আহমেদ, হোসাইফা সহ অন্তত ১৮ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা সা’দ পন্থিদের বিরুদ্ধাচার করে এতায়াত মুক্ত মারকাজ দাবী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *