Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > পুত্র সন্তানের পিতা হলেন সুজন ,এই খুশীতে মিষ্টি বিতরন

পুত্র সন্তানের পিতা হলেন সুজন ,এই খুশীতে মিষ্টি বিতরন

 

খাদিজা আক্তার ভাবনাঃ নারায়ণগঞ্জ জেলা ছাএলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সুজন পুত্র সন্তান এর পিতা হওয়াতে এলাকায় মিষ্টি বিতরণ ও দোয়া প্রার্থনা করা হয়।

রবিবার রাত্রে ৯ টার দিকে ০৮/০৩/২০২০ জেলা পরিষদ, নতুন কোর্ট, ফতুল্লা, খাঁপুর বিলাসনগর, এলাকায় তারা মিষ্টি বিতরণ করেন ও দোয়া কামনা করেছেন এলাকাবাসির কাছে।

নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের,সহ-সভাপতি মোঃআল-আমিন সিকদার,কাউছার আহমেদ তুহিন,মনোয়ার হোসেন বাবুল,আইন বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রুবেল,,সাবেক জেলা ছাত্র লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃমামুন মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *