জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত থাকে ফতুল্লা ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০ টা হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিন রায়হান ভূঁইয়া কাজল, ১নং ওয়ার্ডের হাসমত আলী, ৫নং ওয়ার্ডের বাসেত প্রধান, ৬নং ওয়ার্ড সদস্য আলী আকবর, ৮নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সেলিম, কর কালেক্টর মোঃ হাফিজ ও অফিস সহকারি মাসুদ রানা।
এছাড়াও অনুষ্ঠানে গ্রাম পুলিশের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম সাহা, মোঃ মিরাজ, রুবেল ও পপি।