Wednesday, November 29, 2023
Home > রাজনীতি > জাতিকে ঐক্যবদ্ধ করার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু : আ স ম আবদুর রব

জাতিকে ঐক্যবদ্ধ করার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু : আ স ম আবদুর রব

 

আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এ উপলক্ষ্যে স্বাধীনতার পতাকা উত্তোলক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর আ স ম আবদুর রব বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সংবাদ মাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে জনাব রব বলেন, বঙ্গবন্ধু স্বাধীন জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম স্থপতি-জাতিকে ঐক্যবদ্ধ করার অবিসংবাদিত নেতা। উপনিবেশিকতার শৃংখল ছিন্ন করে নতুন জাতি-রাষ্ট্রের উত্থানের সংগ্রামে অগণিত মানুষের অংশগ্রহণ এবং আত্মদানের পর্বে বঙ্গবন্ধুর ভূমিকাই মুখ্য হয়ে উঠে। জনগণ স্বত:প্রনোদিত হয়ে তাঁর অনুপস্থিতিতেও তাঁর নামেই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে-যা বিশ্বে বিরল ঘটনা।

১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রামী তৎপরতায় শেখ মুজিবের ভূমিকা ক্রমান্বয়ে উজ্জ্বলতার রূপ ধারণ করে, শেষ পর্যন্ত সর্বপ্লাবী হয়ে বঙ্গবন্ধুতে রূপান্তর হয়ে নতুন জাতি রাষ্ট্রের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠে-যা স্বীকার করা আমাদের নৈতিক দায়।

অন্যদিকে সশস্ত্র মুক্তিযুদ্ধের পর উপনিবেশিক শাসন ব্যবস্থার অধীনে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার “ঐতিহাসিক ভুল” বঙ্গবন্ধুকে গভীর সংকটে ফেলে দেয়। এর পরিনতিতে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র-চক্রান্ত ঘনীভূত হয় এবং রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজও দলীয়করণের মাধ্যমে বঙ্গবন্ধুকে যেমন জনগণ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে তেমনি মুক্তি সংগ্রামে ছাত্র-যুবক, সিরাজুল আলম খান ও নিউক্লিয়াসের ভূমিকাকে অস্বীকার করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বাধীনতার পরবর্তী শাসনামলের মূল্যায়ন ও মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক রাষ্ট্র বিনির্মানের অংগীকারই হবে আমাদের মৌলিক রাজনৈতিক করণীয়।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *