Tuesday, December 5, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

খাদিজা আক্তার ভাবনা : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান বলেছেন, আমরা এমন জাতি যার জন্য স্বাধীনতা পেলাম তাকেই হত্যা করলাম। ক্ষনিকের জন্য বঙ্গবন্ধুকে আমরা পেয়েছিলাম। উনি না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। বাংলা ভাষা পেতাম না। উনার জন্য আমরা একটি দেশ পেয়েছি। আমরা স্বাধীন দেশে বাস করছি। কিন্তু উনি তো আর এই স্বাধীন দেশে বাস করতে পারননি। স্বাধীনতা বিরোধীরা উনাকে হত্যা করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় তার নিজ বাসভবনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও কেক কাটা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার বিয়ের পরদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমার স্বামী বিয়ের পর দিনই বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে ঘর ছেরেছিলেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, নাসিম ওসমান দু:স্থ কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির সাবেক নেত্রী শারমিন ইসলাম, জাতীয় ছাত্র সমাজের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহাদাত হোসেন রুপু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, ছাত্র সমাজের মহানগর সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *