এপিপি বাংলা : প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এরই মধ্যে দেশে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৭ জন। এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশসহ সব জমায়েত বন্ধ রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সোয়া ৪টায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।