Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নাসিরনগরে অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

নাসিরনগরে অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের কর্মজীবী মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী উপজেলা সদরের হেলিপ্যাডে বেদে পল্লীসহ অসহায়দের মধ্যে ১৫ কেজি চাল ও নগদ ৫‘শ টাকা করে বিতরণ করেন। এসময় সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। চাল ও নগদ টাকা বিতরণকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী করোনা ভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন এ সময় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকুন,সুস্থ থাকুন ,জন সমাগম এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য সম্মত পরার্মশ মেনে চলার আহবান জানান। এছাড়াও তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ি নিম্ম আয়ের মানুষের চিন্তা করে জেলা প্রশাসকের জিআর ত্রাণ তহবিল থেকে চাল ও নগদ টাকা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছি।এ মুর্হুতে চাল ও নগদ অর্থ পেয়ে খুশি নিম্ন আয়ের কর্মজীবী মানুষরা। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *