সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলা যুবলীগ সভাপতি এডঃ আশরাফ উদ্দিন মন্তুর উদ্যোগে অসহায়, খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ডাকে সবাই নিজ বাসায় অবস্থান করছে। ইতোমধ্যে দিশেহারা হয়ে পড়েছে সরাইলের নিম্ন আয়ের মানুষগুলো।সোমবার (৩০মার্চ) দুপুরে গাড়ি নিয়ে উপজেলা বিভিন্ন ইউনিয়নে এ সকল মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মাঝে ছিল ৫ কেজি চাল,৩ কেজি আলো,১ কেজি ডাল সহ অন্যঅন্য প্রয়োজনীয় সামগ্রিক। ২৫০ গরিব অসহায়, ছিন্নমূল, খেটে খাওয়া দিনমজুর পরিবারের বাড়িতে পৌঁছে দিয়েছে এই সব খাদ্যসামগ্রী।
সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট মোঃ আশরাফ উদ্দিন মন্তু বলেন প্রকৃত অসহায়, রিকশা চালক, প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বাড়িতে চাল, আলু, মুসুরের ডাল, পিয়াজ,সোয়াবিন তৈল পৌঁছে দিয়েছি।আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার ডাকে জাতির এই ক্রান্তিকালে বৃত্তবানরা ঘরে বসে না থেকে এগিয়ে এসে সবাই সম্মিত ভাবে করোনা ভাইরাসের করাল থাবা থেকে জাতিকে রক্ষা করা প্রয়োজন।
এসময় তার সাথে আরো ছিলেন, সরাইল উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আবুল কালাম, যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন,শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা পাপন, ছাত্রলীগ নেতা আমির খন্দকারসহ অন্য অন্য নেতৃবৃন্দ।