এপিপি বাংলা : বর্তমান সময়ের মহামারী আকারে ধারণ করা করোনা ভাইরাসের প্রভাবে যখন সারা বিশ্ব স্তব্দ ঠিক তখনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পরিশ্রমী ছাত্র ছাত্রনেতা ফুজায়েল চৌধুরীর পরিকল্পনা ও তার নেতৃত্বে জেলা ছাত্রদল নেতা মহিবুল ইসলাম ডিকন, মোকারম হোসেন আদি, কামরুল ইসলাম ও শহর ছাত্রনেতা সিয়ামকে সাথে নিয়ে জেলা শহরের কালিবাড়ি মোড়,রেলগেইট,জেলাপরিষদের সামনে,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে,উত্তর ও দক্ষিণ মোড়াইল, পারুকী বাজারসহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে জীবাননাশক স্পে করা হয়। বাজার, রাস্তার পাশাপাশি সেই সাথে মসজিদ, মাদ্রাসাতেও স্পে করা হয়।
এব্যাপার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পরিশ্রমী ছাত্র ছাত্রনেতা ফুজায়েল চৌধুরীর বলেন পৃথিবী জুড়ে আজ করোনা ভাইরাস আক্রান্ত।আমাদের প্রিয় মাতৃৃৃভূমিও আজ আক্রান্ত।আমরা সবাই সম্মিলিত ভাবে এই করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে।আর এটা মোকাবিলা প্রথম কাজ হল বাড়ি,চারপাশ ও সমাজের প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিছন্ন ও নিজেকে জীবাণু মুক্ত রাখতে হবে।তাই আমি আমার ক্ষুদ্র উদ্যোগে আমার ছাত্রদলের সহযোদ্ধাদের নিয়ে শহরের বিভিন্ন জায়গা জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করেছি।তা আগামী দিনেও অব্যাহত থাকবে।আমি প্রত্যাশা করব সবাই এগিয়ে আসুক।