Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন জায়গা জনতার উদ্যোগে লকডাউনের নামে রাস্তায় ব্যারিকেড

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন জায়গা জনতার উদ্যোগে লকডাউনের নামে রাস্তায় ব্যারিকেড

মোঃ শামসুদ্দিন জুয়েল :  দেশে চলমান করোনাভাইরাস সংকটে ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।দোকানপাট খোলা ও বন্ধ করার জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছে।জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।প্রতিটি পাড়ায় মহল্লায় পর্যন্ত প্রশাসনিক কড়াকড়ি নিশ্চিতে আইনশৃংখলা রক্ষাবাহিনির ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।বিভিন্ন এলাকায় সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে।ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। তবে জরুরি কার্যক্রমের সাথে জড়িত যানবাহনসমুহ এধরনের নিষেধাজ্ঞার বাইরে থাকবে।ব্রাহ্মনবাড়িয়া জেলাকে প্রশাসনিকভাবে লকডাউন করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সোচ্চার হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *