বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর “খাদ্য বান্ধব কর্মসূচি ” আওতাভুক্ত ১০ টাকা কেজি চাল বুঝায় ব্যাটারি চালিত আটো রিক্সা আটক করেছে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক কবি ম প স তাবরীজ সরকারের নেতৃত্বে স্থানী এলাকাবাসী।
তাবরীজ সরকার জানান ডিলার শাহীন এর গোডাউন থেকে আজ আনুমানিক ১২ টার দিকে এক ব্যাটারি চালিত আটো রিক্সা বুঝায় করে সরকার খাদ্য অধিদপ্তরের সীল মারা বস্তা দিয়ে চাল নিয়ে যাচ্ছে দেখে আটক করে কোথায় এই চাল যাচ্ছে জানতে চাইলে চালক জানান চেয়ারম্যান বাড়িতে নিয়ে যাচ্ছি। তখন আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে সে এই চাল বুঝায় গাড়ীটিকে আটক রাখতে বলেন।তাই আমি আটক রেখেছি।
এব্যাপারে বিজয়নগর নির্বাহী অফিসার মেহের নিগার বিষ্ণুপুর চালসহ ব্যাটারি চালিত আটো রিক্সা আটকের খবর নিশ্চিত করে বলেন, যারা “খাদ্য বান্ধব কর্মসূচি” আওতাধীন ১০টাকা কেজি দরে চাল বিতরণ যাকেই নূন্যতম অনিয়মের সাথে পাব তার বিরোদ্ধে কঠুর আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।