Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয়নগর ইছাপুরায় হতদরিদ্র মায়েদের মাঝে শিশু খাদ্য বিতরণ

বিজয়নগর ইছাপুরায় হতদরিদ্র মায়েদের মাঝে শিশু খাদ্য বিতরণ

এপিপি বাংলা : আজ বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় হতদরিদ্র ১০ টি পরিবারের শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। উক্ত বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার, ও উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ জিয়াউল হক বকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুফা ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান এবং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসহাক সরকার প্রমুখ।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল জানান মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে হতদরিদ্র পরিবারের জন্য শিশু খাদ্য বিতরণ করছে উপজেলা প্রশাসন। তারেই অংশ হিসেবে আজ ইছাপুরা ইউনিয়নে এই শিশু খাদ্যসামগ্রী মহিলাদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *