Wednesday, October 4, 2023
Home > আঞ্চলিক সংবাদ > হরষপুর ইউনিয়ন পরিষদে ২য় পর্যায়ে ত্রান বিতরণ

হরষপুর ইউনিয়ন পরিষদে ২য় পর্যায়ে ত্রান বিতরণ

এপিপি বাংলা : বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়ন পরিষদ থেকে সরকার ঘোষিত নিম্ন আয়ের মানুষদের ত্রান সহায়তা কর্মসূচী আওতাভুক্ত বিশেষ সহায়তা কর্মসূচীর মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হরষপুর ইউনিয়ন পরিষদে নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারওয়ার রহমান ভুইয়া ছাড়াও উপস্থিতি ছিলেন হরষপুর ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খুরশেদ আলম,হরষপুর ইয়ংস্টার ক্লাব এর সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, এপিপি বাংলা ডট কমের সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত,ইউনিয়নে উদ্যোক্তা মোঃ নাহিদ খাঁন প্রমুখ।
বিতরণের বিষয়ে হরষপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খুরশেদ আলম বলেন আমরা ২য় পর্যায়ে ৩ টন চাল ও ১০ হাজার বরাদ্দ পেয়েছি।প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বারদের সহযোগিতায় প্রকৃত নিম্ন আয়ের মানুষের তালিকা করে বিতরণ করছি।

হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারওয়ার রহমান ভুইয়ার বলেন,আমাদের হরষপুর ইউনিয়নে অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে।আমরা শুধু ২য় পর্যায়ে ৩ টন চাল ও ১০ হাজার বরাদ্দ পেয়েছি।এই সামান্য বরাদ্দ দিয়ে সবাইকে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া সম্ভব না।তাই আমি আশা করব এবং অনুরোধ করব আমাদের হরষপুর ইউনিয়নের বিত্তবান সবাই যার যার পাড়া প্রতিবেশী নিন্ম আয়ের মানুষজনদের পাশে দাঁড়ান।এবং সরকার আদেশ নির্দেশ মেনে জরুরী কাজ না থাকলে বাড়ির বাহিরে যাবেন না।পরিস্কার পরিছন্ন থাকুন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *