Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

বিজয়নগর প্রতিনিধি : বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার গন জমায়েত এড়িয়ে চলা ও ঘরে থাকার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। তার পরেও আমতলী, চান্দুরা, রামপুর বাজারের নিয়ম না মেনে ২ টার পরে দোকান খোলার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ টি দোকানকে জরিমানা সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮(১)এর (খ)(২) ধারায় ৬ জনকে ৫,০০০/-এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ধারায় ১ জনকে ২০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। তারা সবাই সরকারী আদেশ অমান্য করে ২.০০টার পরে দোকান খোলা রেখে ব্যবসা করেছিল বলে জানা যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার জানান সরকারের নির্দেশনা অমান্য করে দুপুর ২ টার পরে দোকান খোলা রাখা, অতিরিক্ত দামে পন্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় উপজেলার আমতলী, চান্দুরা,রামপুর বাজারে জরিমানা  ৭ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *